মাদারীপুরের রাজৈরে এক বৃদ্ধাকে এবং শিবচরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে বদরপাশা ইউনিয়নের চর-মস্তফাপুর গ্রামের শওকত শেখ-এর ছেলে আতিয়ার রহমান হুশিয়ার (২৭) কুড়াল দিয়ে কুপিয়ে একই গ্রামের রাঙ্গু বয়াতীর স্ত্রী কুলসুম বিবি (৭২)কে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ এলাকায় গিয়ে আতিয়ার রহমান হুশিয়ারকে গ্রেপ্তার করে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুবকর সিদ্দিক জানান, মাদকাসক্তির কারণে আতিয়ার রহমান হুশিয়ার কিছুটা মানসিক বিকৃত অবস্থায় ছিল। সে ৪টি হত্যাকান্ডের সিদ্ধান্ত নেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এরই অংশ হিসেবে সে কুলসুম বিবিকে হত্যা করেছে বলেও স্বীকারোক্তি দিয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে শিবচর উপজেলার দত্তপড়া ইউনিয়নের চরবাঁচামারা গ্রামের পাকা ব্রীজের নিচে সুজন মোল্যা (১৮) নামের ওই যুবকের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আসফাকুর রহমান জানান, নিহত সুজন মোল্যা চরবাঁচামারা গ্রামের খলিল মোল্যার ছেলে। সে চট্টগ্রামের একটি কাঠের ফার্নিচারের দোকানে কাজ করতো। কয়েকদিন আগে সে দেশের বাড়িতে বেড়াতে আসে। এই হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি।