মাদারীপুরে ২৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘শান্তিপূর্ণভাবে মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলায় এসএসসি ও সসমানের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ৪টি উপজেলায় ২৬ টি কেন্দ্রে ১৪৮৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে এসএসসিতে ১২১২৫, দাখিল ১৯৩১ ও ভোকেশনাল শাখায় ৭৮১ জন পরীক্ষা অংশ নেয়।’