কালকিনি প্রতিনিধি: মাদারীপুরে দেলোয়ার আকন গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাটাবালী গ্রামের দেলোয়ার আকনের গ্রুপের নেতৃত্বে কবির আকন ও ফজলু আকনসহ বেশ কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। পাশাপাশি এলাকার সমাজ সেবক জোনাব আলী খলিফা, আবদুল হাই ও মোক্তার মোল্লার বাড়ি-ঘড়ে হামলা চালিয়ে লুট-পাটের ঘটনা ঘটায়। এছাড়া ভাটাবালী বাজারের ব্যবসীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে চাঁদার জন্য হুমকি দিয়ে আসছে তারা। তাদের এই সন্তাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. হাবিবুর রহমান, মুজিবুর রহমান আহম্মেদ আকন ও আনোয়ার আকনসহ অন্যরা। এ সময় তারা বলেন, এলাকার সাধারণ মানুষের কাছে দেলোয়ার আকনের লোকজন বিভিন্ন সময় চাঁদার জন্য হুমকি দিয়ে আসছে। না দিলে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে তারা।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মোক্তার মোল্লা বলেন, দেলোয়ার আকনের লোকজনের সন্তাসী কর্মকান্ডের কারনে আমাদের এলাকায় বসবাসের জন্য কঠিন হয়ে দাড়িয়েছে। কারণ তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় আমাদের এলাকার সাধারণ মানুষের বাড়িতে নিয়মিত হামলা করছে। তারা এলাকার বিভিন্ন চর দখলে ব্যস্ত রয়েছে। বাঁধা দিলে আমাদের হামলার শিকার হতে হচ্ছে। আমরা সাধারণ মানুষ তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাই।
কালকিনি থানার কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, দেলোয়ার আকনের গ্রুপের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা হয়েছে। এছাড়া দেলোয়ার আকনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।