গোপালগঞ্জ সংবাদাতাঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপরীতের ২ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দীন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনুরোধে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রবিবার দুপুরে মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানিয়েছেন মৃনাল বিশ্বাস।
নির্বাচন কর্মকর্তা জানান, এদিন দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গোপালপুর ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী শৈলেন্দ্রনাথ বাইন এবং ডুমুরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামীকাল (৬ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, আওয়ামী লীগ নেতা বসার গাজী, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালবাহাদুর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ “মাদারীপুর২৪ ডট কম”কে বলেন, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দেয়ার পর থেকেই উপজেলা আওয়ামী লীগ সহ সকল নেতৃবৃন্দ তাদের মনোনয়ন প্রত্যাহার করতে অনুরোধ করেন।
সেই অনুরোধে সারা দিয়ে দুজন প্রার্থী শৈলন্দ্রনাথ বাইন ও মৃনাল বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাকিদেরও মনোনয়ন প্রত্যাহার করতে উপজেলা আওয়ামী লীগ চেষ্টা করে যাচ্ছে।