মাদারীপুরে বৃদ্ধ স্বামী,স্ত্রী কে তল্লাশি করে ১২ কেজি গাঁজা আটক করলেন র্যাব-৮।
র্যাব-৮ পিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ০১ ডিসেম্বর ২০২১ইং তারিখ ০৬.১০ ঘটিকার সময় মাদক অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা মাধ্যমে প্রাপ্ত সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শরীয়তপুর হতে মাদারীপুরগামী মহাসড়কের আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে তল্লাশী অভিযান পরিচালনা করে “জিএস ট্রাভেলস’’ নামক একটি বাস জব্দ করেন।
তল্লাশী পূর্বক ১। মোঃ নুর নবী (৬৫), পিতাঃ মৃত বাবর আলী, ২। খালেদা বেগম(৪৫), স্বামী মোঃ নুর নবী উভয় সাং-হাসনাবাদ, থানাঃ সিতাকুন্ড, জেলাঃ চট্টগ্রামগণকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আটক করেন।
এসময় আটককৃত আসামীদের নিকট হতে ১২(বার) কেজি কথিত গাঁজা, ০১ টি মোবাইল, ০১টি সীমকার্ডসহ মাদক ক্রয়-বিক্রয়কৃত ২,৮০০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা স্বামী স্ত্রী যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চাঁদপুর ঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহণ করে আসছিল।
ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
কিওয়ার্ডঃ গাজা জব্দ, মাদারীপুর নিউজ, আচমত আলী খান সেতু, র্যাব-৮